গণতন্ত্র এবং পরিবারতন্ত্রের মধ্যে পাঁচটি পার্থক্য

আপনার কাঙ্ক্ষিত প্রশ্ন গণতন্ত্র এবং পরিবারতন্ত্রের মধ্যে পাঁচটি পার্থক্য এর ৫ টি উত্তর নিচে দেয়া হলঃ-

উত্তর(১):- গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের সমান অধিকার থাকে কিন্তু পরিবারতান্ত্রিক অবস্থায় তা হয় না। গণতন্ত্রে মানুষ নিজের স্বাধীন মত প্রকাশ করতে পারে পরিবারতন্ত্রে সম্ভব নয়। গণতন্ত্র গণমানুষের মুক্তির কথা বলে কিন্তু পরিবারতন্ত্র কতিপয় মানুষের স্বার্থের জন্য কাজ করে। গণতান্ত্রিক পদ্ধতি চালু থাকলে মানুষের মনে সুখ থাকে কিন্তু মানুষ মত প্রকাশ করতে না পারলে মনের মধ্যে একটা চাপা কষ্ট ধারন করে যা সবার জন্যই ক্ষতিকর। গণতন্ত্র সাধারণ মানুষের উন্নয়ন করে তথা সমাজে ধনী গরিবের মধ্যে বৈষম্য দুর করে অপরদিকে পরিবারতন্ত্র বিশেষ কোন গোষ্ঠীর স্বার্থে কাজ করে যার ফলে সমাজে বৈষম্য বেড়ে যায়।

উত্তর(২):- ১ গনতান্ত্রিক সরকার জনগন দ্বারা নির্বাচিত এবং পরিবারতন্ত্র পরিবারিক ভাবে নির্বচিত
২ গনতান্ত্রিক সরকারে জনমত প্রকাশের স্বাধিনতা থাকে এবং পরিবার তন্ত্রে থাকেনা
৩ গনতান্ত্রিক ব্যাবস্হায় নির্বাচন হয়, পরিবারতন্ত্রে হয় না
৪ গনতন্ত্রে উন্নয়ন ধির গতির, পরিবার তন্ত্রে দ্রুত হয়
৫ সরকার সিদ্ধানত নিতে দেরি হয়, পরিবার তন্ত্রে সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে পারে

উত্তর(৩):- গণতন্ত্রঃ-
১.গণতন্ত্রের নেতা নির্বাচিত হন জনগণের ভোটের দ্বারা।
২.গণতন্ত্রের বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা এর জন্য পৃথক পৃথক দায়িত্বশীল নির্ধারিত।
৩.গণতান্ত্রিক রাষ্ট্র একটি পূর্ণ দেশ নিয়ে ঘটিত।
৪. গণতন্ত্রে বিরুধী দল থাকা জরুরী।
৫. গণতান্ত্রিক ক্ষমতার মেয়াদ নির্ধারিত।
পরিবারতন্ত্রঃ-
১. পরিবারে কর্তা নির্বাচিত হন ফ্যামেলি সদস্যদের মৌন সম্মতিতে।
২. পরিবারতন্ত্রের বিচার, আইন, শাসন ব্যবস্থা একক ব্যক্তি তথা পরিবার প্রধানের হস্তগত।
৩. পরিবারতন্ত্র কেবল একটি ফ্যামেলি সদস্যের নিয়ে ঘটিত।
৪. পরিবারতন্ত্রে বিরুধী কর্তা থাকা পরিবারের জন্য মারাত্বক ক্ষতিকর।
৫. পরিবারতন্ত্রে পরিবার প্রধানের কর্তৃত্বের মেয়াদ অনির্ধারিত।

উত্তর(৪):- ১) গনতন্ত্র হল প্রাতিষ্ঠানিক রূপ, পরিবারতন্ত্র হল পারিবারিক রূপ।
২) গনতন্ত্র দেশের চালিকা শক্তি, পরিবারতন্ত্র পরিবারের চালিকা শক্তি।
৩) রাজনৈতিক ভাবে গনতন্ত্র প্রতিষ্ঠিত হয়, পারিবারিক ভিত্তিতে পরিবারতন্ত্র গঠিত হয়।
৪) গনতন্ত্র দেশের প্রতিটি নাগরিকের অধিকার সংরক্ষন করে, পরিবারতন্ত্র পরিবারের প্রতিটি সদস্যের অধিকার সংরক্ষন করে।
৫) গনতন্ত্র দেশের সংবিধানের একটি অংশ, পরিবারতন্ত্র পবিরাবের একটি অংশ।

উত্তর(৫):- গণতন্ত্র এবং পরিবারতন্ত্রের মধ্যে পাঁচটি পার্থক্য:
১.গণতন্ত্রে পুরু জাতি জরিত কিনতু পরিবারতন্ত্রে পরিবার
২. গণতন্ত্রে সকলের মতামত নেয়া হয় কিন্তু পরিবারতন্ত্রে অনেক সময় তা হয়না
৩. গণতন্ত্রে নেতার বদল হয় কিন্তু পরিবারতন্ত্রে নেতার বদল হয়না
৪. গণতন্ত্রে সহিংসতা হয়,পরিবারতন্ত্রে সহিংসতা হয় না
৫. গণতন্ত্রে নির্বাচন হয় কিন্তু পরিবারতন্ত্রে নির্বাচন হয়না

সম্পর্কিত প্রশ্ন

প্রশ্ন: আপনার পছন্দের পেশা এবং পেশা নির্বাচনের পাঁচটি কারন

প্রশ্ন: আপনার জেলা এবং সেখানকার পাঁচটি দর্শনীয় স্থানের নাম

প্রশ্ন: হবিগঞ্জ জেলার পাঁচটি বিখ্যাত পর্যটন স্থান

প্রশ্ন: মানষ সমাজবদ্ধভাবে বসবাসের পাঁচটি উপকারি ও অপকারি দিক

প্রশ্ন: মানিকগঞ্জ জেলার পাঁচটি বিখ্যাত দর্শনীয় স্থান

প্রশ্ন: সাদা রঙের পাঁচটি ফুলের নাম

প্রশ্ন: চাকমা উপজাতির জীবন যাত্রার পাঁচটি গুরুত্বপূর্ণ দিক

প্রশ্ন: রাস্তা পার হওয়ার পাঁচটি নিয়ম

প্রশ্ন: বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্বপূর্ণ পাঁচটি অবদান

প্রশ্ন: বাংলাদেশের বিখ্যাত পাঁচটি চা বাগান এবং অবস্থান

প্রশ্ন: মা ও সন্তানের মধ্যে আন্তরিকতা বাড়ানোর দশটি উপায়

প্রশ্ন: মুক্তিযুদ্ধ ভিত্তিক পাঁচটি উপন্যাসের নাম

প্রশ্ন: লাল রঙের পাঁচটি ফুলের নাম লিখ।

প্রশ্ন: বাংলাদেশের পাঁচটি প্রধান অর্থকড়ি কৃষি ফসল

প্রশ্ন: শীতকালে স্বাস্থ্য সুরক্ষা এবং সুন্দর্য্য বৃদ্ধির জন্য করনীয় পাঁচটি কাজ

প্রশ্ন: রাতে ঘুমানোর আগে পাঁচটি করণীয়

প্রশ্ন: মাটি দূষণ রোধে পাঁচটি করণীয়

প্রশ্ন: পানি দূষণ রোধে পাঁচটি করণীয়

প্রশ্ন: বাংলাদেশের পাঁচটি বড় রাজনৈতিক দল এবং দলের প্রধান

প্রশ্ন: বাংলাদেশের বেশিরভাগ মানুষের কৃষিকাজ করার পাঁচটি কারন

প্রশ্ন: বাংলাদেশে ২০০৯ সালের পিলখানা বিদ্রোহের অন্যতম পাঁচটি কারন

প্রশ্ন: ডিশ এন্টেনা ব্যবহারের পাঁচটি সুবিধা

প্রশ্ন: মোবাইল ফোন ব্যবহারের পাঁচটি সুবিধা

প্রশ্ন: বাংলাদেশের অর্থনীতিতে নদ-নদীর পাঁচটি অবদান

স্বত্ব © ২০২১ - ২০২৪ ডিজিটাল আর্ন বিডি